ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৩:১৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নড়াইলে খালেদা জিয়ার জামিনের শুনানি ২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানি মামলার জামিন শুনানি আগামী ২ আগস্ট ধার্য করা হয়েছে।


রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষে ছিলেন নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার।

 

মামলার বিবরণ বলছে, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানির মামলা করেন। ওই বছর ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন।

 

এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’ তার এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়।

 

পরে মামলার বাদী নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।