ভারতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত দুই কূটনীতিক বরখাস্ত
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার
শাবান মাহমুদ।
ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত দু’জন কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সময়ের আগেই ওই দুই কূটনীতিককে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দেশে ফিরতে বলা হয়েছে।
মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হল। যদিও কেন এই পদক্ষেপ, সেই কারণ স্পষ্ট করা হয়নি।
নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ। কলকাতার দূতাবাসে ছিলেন রঞ্জন সেন। দু’জনকেই কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বরখাস্ত করা হয়েছে। গত ১৭ অগস্ট এই নির্দেশিকা জারি করেছে ইউনূস সরকার। রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।
সূত্র: আনন্দবাজার।
