ইমরানের গোপন মেসেজ প্রকাশ করবেন রেহাম
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৭ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৮:১০ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
আবারো বোমা ফাটালেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান। দিন কয়েক পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তার আগেই সাবেক এই খেলোয়াড়ের কিছু গোপন মেসেজ প্রকাশ করার কথা জানালেন রেহাম। তিনি জানিয়েছেন, শীঘ্রই তিনি ইমরানের মোবাইলের কিছু মেসেজ প্রকাশ করবেন।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমরান ও তার দল তেহরিক-ই-ইনসাফের সমালোচনায় মুখর রেহাম খান। গত বুধবারের নির্বাচনের আগে থেকেই ইমরান এবং পিটিআইয়ের নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের আগেই রেহাম নিজের লেখা বই প্রকাশ করেন। তাতেও ইমরানের বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য রয়েছে।
পরপর সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেহাম বলেন, এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে। তার মতে, ইমরানের এই জয় আসলে ‘পাপেট শো’। ইমরান সেনাবাহিনীর হাতের পুতুল ছাড়া আর কিছু নয়।
ট্যুইটারে রেহাম খানের প্রায় ২০ লক্ষ ফলোয়ার রয়েছে। এসব মানুষ তাকে অনুসরণ করেন। সেখানেই অনেকে অভিযোগ তুলেছেন, রেহাম নাকি ইমরানের ফোন চুরি করেছেন। সেখান থেকেই মেসেজ প্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে।
‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম বলেন, ফল কী হবে তা আমি আগেই জানতাম। তার মতে, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হত, তাহলে ইমরানের জেতার কোনও প্রশ্নই উঠত না। খাইবার পাখতুনখাওয়া প্রদেশসহ কয়েকটি স্থানে পিটিআই এত ভালো করা অসম্ভব। কারণ, ওই সব স্থানে পিটিআইয়ের প্রাদেশিক সরকারের কোনো জনপ্রিয়তাই নেই।
ইমরান খানকে সেনাবাহিনীর প্রার্থী বলেও উল্লেখ করেন রেহাম খান। রেহাম ব্যাখ্যা দিয়ে বলেন, ‘নওয়াজ শরিফ যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর চালুর দিকে যাচ্ছিলেন, তখন সেনাবাহিনী হতাশ হয়েছে। তখনই নওয়াজ শরিফের বিদায়ের পথ তৈরি করতে থাকে সেনারা। আর এই সময়ে ইমরান হয়ে ওঠেন তাদের হাতের পুতুল।’
