ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১২:৪৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে আজ বুধবারও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 


ফার্মগেটে সড়কে অবস্থান নিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এসময় মিরপুর, গাবতলী ও উত্তরা থেকে গুলিস্তান-মতিঝিলগামী বাস ও প্রাইভেটকার চলাচল বন্ধ হয়ে যায়।


উত্তরা হাউস বিল্ডিং মোড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। ডেমরা মা ও মাতৃসদন শিশু হাসপাতালের সামনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।  টঙ্গী সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।  মিরপুরে আজও শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ মিছিল বের করেছে।


তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। 


ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বিমানবন্দর সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। কদমতলী থানার ওসি আবদুল জলিল জানান, কদমতলী-কুতুবখালী হানিফ ফ্লাইওভারের মুখে ধনিয়া কলেজের ছাত্ররাসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। পুলিশ সতর্ক রয়েছে।


এদিকে আজ সকাল থেকেই অনেক রুটে বাস চলাচল করছেনা। এতে পরিবহন সংকটের কারণে বুধবার সকাল থেকে বিপাকে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।



বুধবার সকালে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, উত্তরা, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। থেকে থেকে দু’একটি বাস এলেও তাতে সবাই উঠতে পারছেন না। ফলে সকাল থেকে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। সড়ক ছিল প্রায় ফাঁকা। তবে দূরপাল্লার বাস ও ট্রেন চলতে দেখা গেছে।


সকালে জিগাতলায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ইন্টার্ন ডাক্তার যারীন তাসমীন বিন্তী বলেন, সকাল  ৮টা থেকে দাঁড়িয়ে আছি। বাস পাচ্ছি না। রিকশাও কম। কিভাবে যাব বুঝতে পারছিনা। হাসপাতালে আমাকে ৯ টার মধ্যে পৌঁছাতে হবে।


মধ্য বাড্ডার বাসিন্দা পাপিয়া বলেন,আমার মেয়ে খিলগাঁওয়ের সাউথ পয়েন্টে পড়ে। দাড়িয়ে আছি কিন্তু বাস পাচ্ছিনা। রিক্সা ভাড়া দ্বিগুণ চাচ্ছে। এই রিস্কে আর ছেলেকে নিয়ে স্কুলে যাবনা। বাসায় ফিরে যাচ্ছি।