'এক লাইনে চলেন মামা, এক লাইনে'
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৮:০৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
আজ বুধবার ধানমণ্ডিতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। ধানমণ্ডির এক নম্বর সড়কে রিকশা চলছিল এলোমেলোভাবেই। এরই মধ্যে শিক্ষার্থীরা রিকশাচালকদের উদ্দেশে বলেন, এক লাইনে চলেন মামা, এক লাইনে! মুহূর্তেই এলাকার চিত্র পাল্টে যায়। সব রিকশাচালকরা রাস্তার দুইপাশে এক লাইনে চলে যান। সেখানের মানুষ অবলোকন করে অবিশ্বাস্য দৃশ্যটি।
এটি ফেসবুকে ভাইরাল হতেও সময় লাগেনি। ফেসবুকে ছবিটি শেয়ার করে গণমাধ্যমকর্মী আনিস আলমগীর লিখেছেন, `পোলাপাইন ট্রাফিকপুলিশের দায়িত্ব নিয়েছে। ধানমণ্ডি হয়ে নিউমার্কেট যাচ্ছি।` তিনি আরও লিখেন, `ট্রাফিকপুলিশকেও এরা প্রশিক্ষণ দিলে ভালো হতো। আগেও বলেছি রাস্তার অবাধ খুনের মূলে ট্রাফিকপুলিশ।`
ফারিয়া লাবণী লিখেছেন , `অভিনন্দন। বড়রা যা পারে না ওরা তা করছে।`
পুরো বিষয়টি থেকে একটি ব্যাপার পরিষ্কার চাইলেই সব কিছু সংশোধন করা যায়। তবে সেই সংশোধনের সৎ উদ্দেশ্যটা নিজের মধ্যে থেকেই জাগ্রত করা উচিত।
