ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১২:৪৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্পিকারের সাথে মিয়া সেপ্পোর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করে আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


তার সাথে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো আজ বুধবার সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


এ সময় তারা বাল্যবিবাহ, ইয়ুথ পার্লামেন্টারিয়ান ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


স্পিকার বলেন, জাতিসংঘ সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে অতীতে যেমন প্রকল্প ভিত্তিক কাজ করেছে তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অকুন্ঠ সমর্থন বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে।


জাতিসংঘ বাংলাদেশের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে একসাথে কাজ করতে আগ্রহী মর্মে মিয়া সেপ্পো স্পিকারকে অবহিত করেন।


স্পিকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, জাতীয় সংসদে বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে কাজ করার সুযোগ রয়েছে।


মিয়া সেপ্পো আগামী ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে জাতিসংঘের মহাসচিবের স্পেশাল এনভয় অন ইয়ূথ সফরের বিষয়টি স্পিকারকে জানিয়ে বলেন, তারা বাংলাদেশ জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করবেন। স্পিকার এ উদ্যোগকে স্বাগত জানান।