বাল্যবিয়ে নির্মূলে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২০ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিয়ে নির্মূলে সরকারের যে আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে তা ঘোষিত সময়ের আগেই অর্জিত হবে। সরকার লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতমধ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, জাতীয় কর্মপরিকল্পনায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মপরিকল্পনায় বাল্যবিয়ের কারণসমূহ চিহ্নিত হয়েছে এবং তা নির্মূলে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় সরকারের সকল সংস্থার সাথে সমন্বয় করবে। জন্ম নিবন্ধন নিশ্চিত, কিশোরীদের জন্য বিশেষ স্টাইপেন, কিশোর-কিশোরীদের সচেতন করা, দারিদ্রতা দূর করা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ নানামুখী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্ল্যাক, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ওরলা মার্ফি।
সভাপতির বক্তব্যে সচিব নাছিমা বেগম বলেন, দারিদ্রতা, অশিক্ষা ও নিরাপত্তাহীনতা বাল্যবিয়ের অন্যতম কারণ। সরকার বিষয়গুলো নিয়ে কাজ করছে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যাবে।
