রাজধানীর বাজার চড়া, নাভি:শ্বাস ক্রেতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৯ এএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারে সকাল থেকেই ক্রেতার আনাগোনা দেখা গেল। তবে জিনিস-পত্রের দাম বেড়েছে ব্যাপকহারে। ক্রেতার মুখে চিন্তার রেখা। অথচ বিক্রেতারা নির্বিকার।
রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট, হাতিরপুল, বাড্ডা, ফার্মগেট এলাকার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বিক্রেতারা আজ মন খুলে দাম হাকাচ্ছেন। তবে ক্রেতার মুখের হাসি যেন উধাও।
নিয়মিত কাওরানবাজারে কেনাকাটা করেন রোখসানা পারভীন। তিনি বলেন, আমার বাসা গ্রীণ রোড। সকালে হাঁটতে হাঁটতে চলে আসি এ বাজারে। সবকিছু টাটকা পাওয়া যায়। আজকে দেখছি সব জিনিসের দাম বেশি। বেগুন কিনলাম ৫০ টাকা কেজি। করল্লা ৫০ টাকা, টমেটো ৯০ টাকা কেজি নিল।
হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা হাসান মিয়া বলেন, ঢাকাতে সবজি ঠিকমতো আসছেনা। আবার আন্দোলন শুরু হইছে। অনেক গাড়ি ঢাকায় ঢুকতে পারেনা। তাই সবজির দাম আরও বাড়তি।
কাঁচা মরিচ, পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। পুরো সপ্তাহের মতই মাছের দাম আজও নাগালের বাইরে।
খুচরা দোকানে ফার্মের লাল ডিম প্রতি হালি ৩৬-৩৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। তবে এলাকা ভেদে ডিমের মুল্য ২-৩ টাকা হেরফের দেখা যায়। ডিমের দাম আরও বাড়তে পারে বলে জানা যায়। কারণটা অবশ্য পরিষ্কার করে কেউ ব্যাখ্যা দিতে পারেনি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
