ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ০:০৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের মেয়েদের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৫৩ এএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

আয়ারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত৷ কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ১-৩ গোলে হারল রানি রামপালরা৷ ভারতকে হারিয়ে প্রথমবারের মত হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আয়ারল্যান্ড৷ সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে তারা৷

 

 

অন্যদিকে তৃতীয়বারের মত শেষ আটে অভিযান শেষ করল ভারতীয় মহিলা হকি দল৷ শ্যুটআউটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন রিনা খোখার৷ নির্ধারিত সময়ে কোনও পক্ষই গোলের দেখা পায়নি৷ শেষমেষ ম্যাচের পার্থক্য গড়ে দেয় আয়ারল্যান্ডের গোলকিপার আয়সা ম্যাকফেরান৷ শ্যুটআউটে তেকাঠির নিচে ভারতের বিরুদ্ধে গোল সেভ করে আয়ারল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যান ম্যাকফেরান৷ একবার মাত্র ম্যাকফেরানকে হারিয়ে গোল পায় ভারত৷

 

 


গ্রুপ পর্বের পর নকআউটেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের৷ গ্রুপ পর্বে ব্রিটিশ এবং মার্কিনিদের বিরুদ্ধে ড্র করলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল ‘ব্লু ব্রিগেড’৷ লন্ডনে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ হকির প্রি-কোয়ার্টারে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছিল ভারতের মেয়েরা৷