রমিজ উদ্দিন কলেজকে ৫টি বাস দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০২:৫১ এএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দিলেন প্রধানমন্ত্রী। বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষার্থী পরিবহনের জন্য এ প্রতিষ্ঠানকে বাস দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি বাস হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া ছাত্র-ছাত্রীদের উপহার হিসেবে ওই বাসের চাবিগুলো তুলে দেন।
ওই কলেজের পক্ষে বাসগুলোর চাবি গ্রহণ করেন ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। এ সময় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাবি গ্রহণ শেষে কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ নূর নাহার। তিনি বলেন, ২৯ জুলাই কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ১২ জন আহত হয়। আহত সবাইকে প্রথমে কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিএমএইচে পাঠানো হয়।
তিনি জানান, কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছে। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত। সরকার এর মধ্যে সব দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে কলেজে আসতে পারে, এ জন্য এই বাসগুলো দেয়া হয়েছে।
অধ্যক্ষ বলেন, মা হিসেবে বলতে চাই, নিরাপদ সড়ক চাই। শিক্ষক হিসেবে বলছি, প্রধানমন্ত্রী তোমাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাও। সরকার সব সমস্যার সমাধান করবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই কর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। প্রধানমন্ত্রী ২ আগস্ট নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে এসে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন।
এ সময় প্রধানমন্ত্রী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনারোধে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার বসানো এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়ার ঘোষণা দেন।
