ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১০:৩৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫০ এএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

রাজধানীর মোহাম্মদপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার পার্টিতে অংশ নিয়ে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এ সময় বদিউল আলম মজুমদারের ছেলেও হামলার শিকার হন।

 

বদিউল আলম মজুমদার বলেন, শনিবার রাত ১১ টায় আমার বাসা থেকে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত ইট-পাটকেল ছোড়ে। তারা গাড়ির পিছু পিছু ধাওয়া করে। হামলায় বার্নিকাটের গাড়ি চালক আহত হয়েছেন।

 

তিনি বলেন, এতে আমার ছেলেও আক্রান্ত হয়েছে। এ ছাড়া আমার বাড়ির গেট ভাঙার চেষ্টা করা হয়েছে।