সিন্ধুকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মারিন
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৭:২১ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
ভারতের পি ভি সিন্ধুকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করলেন স্প্যানিশ ক্যারেলিনা মারিন৷ ফাইনালে একপেশে ম্যাচে স্ট্রেট গেমে জিতলেন মারিন৷ স্প্যানিশ শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১০৷
প্রথম গেমে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে মারিনের গতি ও আক্রমণের সামনে দাঁড়াতে পারেরনি সিন্ধু৷ এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক জিতে অনন্য নজির গড়লেন মারিন৷ অতীতে অলিম্পিকে সিন্ধুকে হারিয়েই সোনা জিতেছিলেন স্প্যানিশ এই শাটলার৷
ফাইনাল হারায় রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে৷ এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে টানা দু’বার রুপো জিতলেন ভারতীয় শাটলার৷ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা ভঙ্গ হলেও চ্যাম্পিয়ন ক্যারেলিনা মারিনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সিন্ধু।
অন্যদিকে শেষ তিন মেগা ইভেন্টে রুপোতেই থামতে হল সিন্ধুকে৷ ২০১৪ সালে রিও অলিম্পিকে মারিনের কাছে ফাইনাল হেরে রুপো জেতে হায়দরাবাদি এ শাটলার৷ এরপর ২০১৭ ও ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরেও রুপো জিতলেন গোপীচাঁদের শিষ্যা৷
বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে এটি সিন্ধুর চতুর্থ পদক জয়৷ এর আগে ২০১৩, ২০১৪ সালে দু’বার ব্রোঞ্জ জিতেছেন পুসারলা৷
