শিক্ষার্থীদের ফিরে যেতে বোঝাতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৩৩ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের ফিরে যেতে বোঝাতে হবে। তাদের আপনারা আদর করে বোঝান। তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তোমাদের বিজয় অর্জিত হয়েছে। তোমাদের এখন ক্লাসে ফিরে যেতে হবে। এখন সরকারকে কাজ করতে দিতে হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী তিনি এসব কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই মতবিনিময় সভার আহ্বান করা হয়।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আপনারা অভিভাবকদের ফোন করে বলেন, আপনার সন্তানদের ক্ষতি হতে পারে। তাই এখন রাজপথে থাকা ঠিক হবে না। আপনাদের পারতেই হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাদের।
তিনি বলেন, আমাদের সমাজে নানা রকম অসংগতি ও অনিয়ম রয়েছে। এরপরও এ দেশ অনেক কাঠখড় পুড়িয়ে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হলে এসব অসংগতি ও অনিয়ম আস্তে আস্তে দূর হবে। শিক্ষার্থীরা রাজপথে নেমে অসংগতিগুলো ধরিয়ে দিয়েছে। তারা এখন ক্লাসে ফিরে যাবে। জ্ঞান অর্জন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সামনে তোমাদের অনেক কাজ পড়ে আছে। নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে আরো বড় কাজ করতে হবে। এখন রাজপথে থাকলে তোমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যা প্রমাণ হয়েছে। সুযোগ সন্ধানিরা ওৎ পেতে বসে আছে।
পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানও রাস্তায় চলাফেরা করে। তারাও কোনো না কোনো স্কুল-কলেজে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে হলেও লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।
