ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গমাতার জন্মদিনে ঢাবিতে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০২:২০ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

আগামী ৮ আগস্ট বুধবার বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।



অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বর্ণপদক ও বৃত্তি প্রদান, স্মারক বক্তব্য এবং বিশেষ আলোচনার আয়োজন করা হবে।


আগামী বুধবার বিকেল ৫টায় হল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন।



অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মারক বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন।