ইস্ট-ওয়েস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫১ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
বেসরকারি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি দুইদিন এবং ব্র্যাক ইউনিভার্সিটি একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিলেও তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সোমবার রাত সোয়া আটটার দিকে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন জানান, অনিবার্য কারণে আগামী মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি ঘোষণা করা হল।
বসুন্ধরা এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর প্রক্টর নাজমুল আহসান খান শিক্ষার্থীদের সামনে এনে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আজকে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা (শিক্ষকরা) অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের সাথে পুলিশের সমঝোতা হয়েছে, তারা তোমাদের নিরাপদে ছেড়ে দেবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কবে খোলা হবে তা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং তোমাদের মেইলে জানিয়ে দেওয়া হবে।’
তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, ‘ছাত্র-ছাত্রীদের শান্ত করার জন্য প্রক্টর স্যার বন্ধের কথা বলেছিলেন। এখন পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধের কোনো সিদ্ধান্ত বা নোটিস দেওয়া হয়নি।’
সোমবার রাজধানীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে দেখা না গেলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বেলা পৌনে ১১টা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
ইস্ট ওয়েস্টের পাশাপাশি বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউবি) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী এবং শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ।
