ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১:৪৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিভিন্ন অজুহাতে বাড়ছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১২ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে বাজারে। তাই বাজারে সব কিছুর দাম বাড়তি। এমনটাই দাবী করলেন রাজধানীর কাঁচাবাজারের বিক্রেতারা।


আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সব পণ্যের দাম কেমন জানি লাগামছাড়া। বিশেষ করে সবজির দাম তো আকাশছোঁয়া।


ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাফাইয়ে বলছেন, নিরাপদ সড়কের দাবিতে কার্যত পুরো ঢাকা অচল হয়ে পড়ায় প্রত্যন্ত অঞ্চল থেকে সবজি রাজধানীতে তেমন ঢুকছে না। এর মধ্যে আবার বৃষ্টিও তাতে প্রভাব ফেলেছে। আন্দোলনের প্রথম দুই-তিন দিন কিছু সরবরাহ থাকলেও বর্তমানে তা আরও কমে গেছে। আর এর প্রভাবে সবজির দাম বেড়ে গেছে।


সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বেগুন, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দল, কাকরোল, কলা, ঢেড়সসহ প্রায় সব সবজির দাম বেড়েই চলেছে। এক সপ্তাহ আগে খুচরা বাজারে যে বেগুণ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা, তা এখন ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। যে পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল, করলা বিক্রি হয়েছে ৩০ -৩৫ টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে ৪৫ -৫০ টাকায়। 



কাঁচামরিচ চড়া দামে বিক্রি হচ্ছে। মঙ্গলবার খুচরা বাজারে মরিচ  ১২০-১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।


ইন্দিরা রোডের  আসমত আলী বলেন, গত সপ্তাহে এককেজি বেগুন কিনেছি ৩৫ টাকায়, আজ তা ৬০ টাকা দিয়ে কিনতে হলো। কাকরোল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, কাঁচা কলার দামও বেশি। তাছাড়া বাজারে এগুলো কমও পাওয়া যাচ্ছে।


মাছ বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি রুই ও কাতলা ২৩০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি বড় আকারের চিংড়ি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭২০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজি প্রতি কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ১৪০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। 


১০৫-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিমের ডজন। চাল, তেল, মাংসের বাজার স্থিতিশীল ।