ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১০:৩৪:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০৩ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

তিনদিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বাংলাদেশসহ কমনওয়েলথ সদস্যভুক্ত এশিয়ার তিনটি দেশে এটি তার প্রথম সফর। কমনওয়েলথ মহাসচিব তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

 


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত কমওয়েলথ বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখবেন প্যাট্রিসিয়া।

 

কমনওয়েলথের মহাসচিব হিসেবে ২০১৬ সালের এপ্রিলে দায়িত্ব নেন প্যাট্রিসিয়া। মহাসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।