বাজারে পেঁয়াজের দামে ঝাঁজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৮ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার
রমজানের পর সবচেয়ে বেশি পরিমাণে পেঁয়াজের চাহিদা তৈরি হয় কোরবানির ঈদে। আর এই উৎসব সামনে রেখেই ধাপে ধাপে বাড়ছে পেঁয়াজের দাম। প্রায় দুই মাস ধরে বাড়তে বাড়তে এই দাম পৌঁছে গেছে ৬০ টাকায়। কোরবানির ঈদ পর্যন্ত পেঁয়াজের দাম আরও বাড়বে বলে জানান বিক্রেতারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে। আর আমদানীকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে। গত রমজান মাসের শেষ দিকে দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকা এবং আমদানীকৃত পেঁয়াজের দাম নেমে এসেছিল ২৫-৩০ টাকায়।
রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত রমজান মাসে ও কোরবানির ঈদের আগে পেঁয়াজের দাম কোন কারণ ছাড়াই বাড়তে থাকে। দাম আরও বাড়বে।
সবজির দাম আগের মতই বাড়তি। কমার কোন লক্ষণ নেই। প্রতি সবজি কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম। আর ক্রেতারা বলছেন, সবজিই যদি এত দামে বিক্রি হয় তাহলে কিনবো কি!
সরেজমিনে আজ বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে বেগুণ বিক্রি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল, করলা বিক্রি হচ্ছে ৪৫ -৫০ টাকায়। বাজারে মরিচ ১২০-১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
১০৫-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিমের ডজন। চাল, তেল, মাংসের বাজার স্থিতিশীল।
মাছ বাজারে গিয়ে দেখা যায় কেজি প্রতি বড় আকারের চিংড়ি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭২০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজি প্রতি কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ১৪০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম হাতের নাগালের বাইরে।
