ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১৫:৪২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধি নিষেধ বৃদ্ধি না করায় আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ বাসসকে জানান, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাজেক ও  আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। এক্ষেত্রে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধি-নিষেধ আর বাড়ানো হচ্ছে না। তাই বৃহস্পতিবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।’ 

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে পর্যটকরা আগের মতোই সাজেক ভ্রমণ করতে পারবেন। সাজেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখানে নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই। তিনি পর্যটকদের সাজেক ভ্রমণের আমন্ত্রণ জানান