নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:০০ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
পুরোনো ছবি
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালকে বিধ্বস্ত করে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার নেপালের মুখোমুখি হয় টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মারিয়া-শামসুন্নাহাররা।
ভূটানের চাংলিমিথান স্টেডিয়ামে আজকের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম গোলটা পেতে বেগ পেতে হয়েছে বেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মারিয়া মান্ডার পাস থেকে তহুরার হেডে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। দ্বিতীয়ার্ধে এসে ৫১ মিনিটে দলের অধিনায়ক নেপালের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেন। রক্ষণ থেকে ফিরে আসা বলকে বাঁ পায়ে কার্ভ শট দিয়ে বল জালে জড়ান মারিয়া।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখা দেশের মেয়েরা ম্যাচের তৃতীয় গোলটি পায় ৬৭ মিনিটে। ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে গোল করেন সাজেদা খাতুন।
এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ। এ জয়ে চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে পা রেখেছে বাংলাদেশ।
