ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১১:১৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসিফ নজরুল। 

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসিফ নজরুল। 

ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে রাষ্ট্র গঠনের যে সুযোগ আবার এসেছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের পথ ধরেই হয়েছে।

আজ শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমরা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই করেছিলেন। আমরা মনে করি, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেটা আমাদের যে একাত্তরের মুক্তিযুদ্ধ তারই পথ ধরে হয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানেও আমরা দেখেছি, আমাদের তরুণেরা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে।’

আসিফ নজরুল বলেন, ‘১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।’

আসিফ নজরুল আরও বলেন, ‘তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয়।’

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।