ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১১:১৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শামীম ওসমান-জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় এই মামলা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত আরও ৪০০-৫০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। তিনি বলেন, আদালতের নির্দেশে এ মামলাটি রুজু করা হয়েছে। এর আগে ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বার (৬৫), সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি (৫০) ও জামান মিয়া মেম্বারসহ (৪৮) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সবশেষে ১৯ জুলাই দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র- জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১ থেকে ১০নং আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০নং আসামির উসকানিতে উক্ত মামলার সব আসামিরা অংশগ্রহণ করে আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে।

তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে লক্ষ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আরিফ মিয়া চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।