ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১০:৩৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সমকাল সম্পাদকের মরদেহে স্পিকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আজ বৃহম্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্পিকার।


এ সময় স্পিকার বলেন, গোলাম সারওয়ার সাংবাদিকতা জগতের অগ্রদূত এবং বাতিঘর। তিনি বস্তুনিষ্ঠ, নির্ভীক সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সোচ্চার এক কণ্ঠস্বর। তিনি আজীবন সাংবাদিকতা জগতের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।


তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন বরেণ্য সাংবাদিককে হারিয়েছে। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।


স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।