ঈদের আগে কমতে পারে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:২৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও ঈদের আগে পেঁয়াজের দাম কমতে পারে। এরজন্য বেশি বেশি এলসি জমা দিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা।
হিলি স্থলবন্দরের পাইকারি আড়তগুলোতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে কমেছে ৬ থেকে ৭ টাকা। দুই-তিন দিন আগে এ বন্দরে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকায়। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। ভারত থেকে দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে পেঁয়াজবাহী অনেক ট্রাক। সেই হিসেবে এসব পেঁয়াজ বাজারে ঢুকলেই পেঁয়াজের দামের ঝাঝ কমে যাবে।
আজও রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়।
মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৭০ টাকা ও আমদানিকৃত রসুন ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে আবহাওয়া ভাল থাকায় রাজধানীর সব বাজারেই সবজির সরবরাহ পর্যাপ্ত। রাজধানীর বাজারগুলোতে পটল, চিচিঙ্গা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, কাকরোল, ঢেঁরস ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করল্লা ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, শশা ৪০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বর্তমানে প্রতি হালি ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ডিমের দাম কবে কমবে তা নিয়ে নিশ্চত করে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে আবার ডিম বৃদ্ধির পক্ষে সাফাই গিয়ে বলছেন এটাই মুরগির ডিমের ন্যায্য দাম।
বাজারে প্রতি কেজি রুই, কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ২২০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫’শ থেকে ৬’শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৫৫০ টাকায়।
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মসলার দাম। কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অনান্য মসলার দামও বাড়তি।
