ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১০:৪৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

রাজধানীর গোলাপবাগের একটি বাসা থেকে জোসনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তার স্বামী স্বপন মিয়াকে (৪০) গলাকাটা এবং ছেলে ইফতি ও মেয়ে জোহাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গোলাপবাগ এলাকার কাইয়ুমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা তার স্বামীর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করতে চায়। এর জন্য তার দুই সন্তানকে আগেই ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এ সময় স্বামী মারা গেছেন ভেবে নিজেও ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।