ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৪:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিরোপা জিততেই আজ মাঠে নামবে মেয়েরা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৯:০৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই শক্তিশালী দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আরেক বার ট্রফি জেতার জন্যই মাঠে নামবে। 




ভুটানে বাংলাদেশের মেয়েদের এখন দারুণ সময় যাচ্ছে। গ্রুপ পর্বে ১৪-০ গোলে পাকিস্তানকে, ৩-০ গোলে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠে ৫-০ গোলে ভুটানকে হারিয়ে দাপুটের সাথে ফাইনালে উঠে মারিয়ারা। ফাইনালে আজকের খেলা নিয়ে মারিয়ারা প্রস্তুতি নিয়েছেন জোরেশোরেই। আজ মাঠে  নিজেদের সেরা খেলাটাই খেলবে মেয়েরা।

 


আগের আসরে ভারতকে দুই বার হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন হয়েছিল গত ডিসেম্বরে, কমলাপুর স্টেডিয়ামে। লিগ খেলায় ৩-০ এবং ফাইনালে ১-০ তে হারিয়েছিল ভারতকে। 

 


ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার এক সংবাদ সম্মেলনে কোচ ছোটন জানান, তার দল স্বাভাবিক খেলাটা খেলবে। যে ছন্দে রয়েছে সেটাই তিনি ধরে রাখতে চান।

 

 

দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, এখন আমরা ফাইনালের মঞ্চে নামার অপেক্ষায়। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই। শুরুতেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামব।

 

 

তিনি অারো বলেন, ভারত খুবই শক্তিশালী দল। ওদের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আমরা নিজেদের সম্মান ধরে রেখে আবারও ট্রফি জিততে চাই। ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।