সাকিব কন্যা অউব্রির স্কুল যাত্রা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
স্কুল যাত্রা শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে অ্যালাইনা হাসান অউব্রি। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি হয়েছে সাকিবকন্যা। ১৬ আগস্ট ছিল সেই স্কুলে অউব্রির প্রথম দিন। হেসে-খেলেই প্রথম দিনটি কাটিয়েছে সে।
সামাজিক যোগাযোগ মাধ্যামে বেশ জনপ্রিয় ছোট্ট অউব্রি। ফেসবুক বা ইন্সটাগ্রামে সাকিব কন্যার দেখা মেলে নিয়মিত। মা শিশির প্রায় প্রতিদিনই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অউব্রির নানা ছবি পোস্ট করেন। বাবা সাকিবও কম যান না। তিনিও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেয়ের দুষ্টুমি, মা-মেয়ে বা বাবা-মেয়ের খুনসুটিসহ অনেক মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেন। বাদ যায়নি মেয়ের স্কুলের প্রথম দিন কাটানোর মুহূর্তটিও।
