রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে রেলওয়ের কর্মীরা। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
