শিরোপা ধরে রাখতে পারলো না মেয়েরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ১২:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আজ শনিবার ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখতে পারলো না মারিয়ারা।
আজ সন্ধ্যা ৭টায় ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। হাফটাইমের পর ১-০ গোলে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ পরে মরিয়া হয়ে আক্রমণ করলেও গোল না হওয়ায় হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।
এর আগে গ্রুপ পর্বে ১৪-০ গোলে পাকিস্তানকে, ৩-০ গোলে নেপালকে হারায়। আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠে ৫-০ গোলে ভুটানকে হারিয়ে দাপুটের সাথে ফাইনালে উঠে মারিয়ারা। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে মারিয়াদের হারের পাশাপাশি শিরোপাও হাতছাড়া হলো।
