দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৫ নারী দল
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৬ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:০১ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফটিবল দল। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শেষে সোমবার ভুটান থেকে তারা দেশে ফেরেন। ভুটানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়া বাংলাদেশ ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স হয়।গতবার তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
বাংলাদেশ অনূধর্ব-১৫ নারী দল : মাহমুদা আকতার, রূপনা চাকমা, রুপা আক্তার, আখি কাতুন, আনাই মোগিনি, আনুচিং মোগিনি, নাজমা খাতুন, নিলুফা ইয়াসমিন নিলা, ইরামনি, শাহেদা আকতার রিপা, রেহানা আকতার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, লাবনি আকতার, তহুরা খাতুন, মুন্নি আকতার, সামসুন্নাহার, সোহাগি কিসকু, রিতুপর্না, সাজেদা, সামসুন্নাহার জুনিয়র, রোজিনা ও নওসুন।
