ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, স্কোর ১৮৯
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা দুই দিন এক নম্বরে থাকার পর আজ (রোববার) কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের। আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৯ স্কোর নিয়ে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এর আগে গতকাল ও তার আগের দিন (শুক্রবার) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে যথাক্রমে ২০৬ ও ২৪০ স্কোর নিয়ে দূষণে শীর্ষে ছিল ঢাকার বাতাস। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার (১৯৮)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৮১), পাকিস্তানের করাচি (১৭৬) ও পাকিস্তানের লাহোর (১৭৪)।
