ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৭ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ সময়ে ২৩৬ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর শহর।
এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯১)। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো ও চীনের রাজধানী বেইজিং ১৭৭ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।
