এশিয়ান গেমসে কাবাডিতে সোনা জিতল ইরানী নারীরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০২:১১ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
এশিয়ান গেমস কাবাডিতে ভারতকে হারিয়ে সোনা জিতল ইরান নারী দল। শুক্রবার জাকার্তার গারুদা থিয়েটার হলে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ইরান বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে। উত্তেজনাপূর্ণ ফাইনালে ২৭-২৪ পয়েন্টে জিতে ইরান স্বর্ণ পদক জিতে নেয়।
এর মাধ্যমে ভারতীয় কাবাডির ২৮ বছরের আধিপত্যকে ক্ষুণ্ণ করে সোনা জয়ের কৃতিত্ব দেখাল ইরান। খেলার শুরুতে ভারত ৭-৩ পয়েন্টে এগিয়ে থাকলেও দারুণভাবে ম্যাচে ফিরে এসে ইরান ১৭-১৩ পয়েন্টে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২৭-২৪ পয়েন্টে জয় পায় ইরান নারী দল।
নারী বিভাগের ব্রোঞ্জ পদক জয় করেছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।
