বাজার ফাঁকা, পণ্যের দাম নাগালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০১:৩২ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
ঈদের ছুটি শেষে যান্ত্রিক নগরীতে ফিরছে মানুষ। আজ ঈদের পর প্রথম কর্মদিবস। অফিসে আজ কিছুটা ব্যস্ততা ফিরলেও রাজধানীর সব বাজার একদমই ফাঁকা।
আজ রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কমেছে সব ধরনের সবজির দাম। প্রচুর সরবরাহ থাকায় অন্যান্য কাঁচা তরি-তরকারির দাম আগের চেয়ে কমেছে কেজিতে তিন থেকে দশ টাকা পর্যন্ত।
আজ করলা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, ঢেড়স খুচরা ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, চিচিঙ্গা ৩৫-৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা এবং শশা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসব তরিতরকারির দাম বাজার ভেদে ২ থেকে ৫টাকা কম বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
কাঁচা মরিচের আগুন দাম এখন অনেকটাই কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। তবে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৪০ থেকে ৪৪ টাকা এবং খুচরা ৫৫ থেকে ৬০ টাকা। বাজারে রসুন-আদার দাম অপরিবর্তিত রয়েছে। কমেছে সব ধরনের মসলার দাম।
রামপুরা বাজারে সবজি কিনছেন সালমা বেগম। বলেন, আজ দেখছি সবজির দাম একেবারেই কম। তাই বেশি করে সবজি কিনছি। তবে বিক্রেতারা আজ তেমন একটা খুশি নয়। রামপুরা বাজারের বিক্রেতা আইনাল বলেন, বাজারে আজ ক্রেতাই নাই। কি বেচমু। কি লাভ করমু। কয়েকদিন ধইরা লস খাইতেছি। এভাবে চললে সংসার কেমনে চালামু।
বাজারে মাছের দাম কমেছে। মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ১৫০ ও কৈ, পাবদা, শিং সহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকার মধ্যে। কারফিউ ১৮০ -২০০,ছোট মাছ ৩০০ -৫০০ টাকা কেজি।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবখানেই ক্রেতার খরা। বাজারে আজ ক্রেতাই নেই।
