বরিশালে পলাতক নারী আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০১:৫২ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি শাহেরুন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি চক্রিবাড়ি গ্রামের আকুব্বর আলীর স্ত্রী। ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই জাহিদুর রহমান অভিযান চালিয়ে শাহেরুন বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। তাকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত।
