অধ্যাপক আলতাফুন্নেসা আর নেই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৬ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও সদ্যবিদায়ী চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেসা আর নেই। সোমবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। কয়েকদিন আগে তিনি ওমরাহ পালন করতে যান। গতকাল সেখান থেকে ফিরে অসুস্থ হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
অধ্যাপক আলতাফুন্নেসা ঢাকা কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তাঁর স্বামী মোঃ জাকারিয়া মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি। তিনি দীর্ঘদিন অসুস্থ ও শয্যাশায়ী থেকে গত বছর মারা যান। স্বামী অসুস্থ হওয়ার পর অধ্যাপক আলতাফুন্নেসা গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ও পরে চেয়ারপার্সন হন। একমাস আগে চেয়ারপার্সন হিসেবে মেয়াদপূর্ণ হন এবং শিরীণ পারভীন হক নতুন চেয়ারপার্সন নির্বাচিত হন।
তিনি এক পুত্র (কানাডাপ্রবাসী) ও এক কন্যা (অস্ট্রেলিয়া প্রবাসী) রেখে গেছেন। সম্তানরা আগামিকাল দেশে ফিরলে জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।
