ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:৫৮:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নরসিংদীতে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, অভিযুক্ত নারায়ণ পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত নারায়ণ পালকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব-১১, আটকের খবর পাওয়ার পর এদিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দেয়  বিক্ষুব্ধ এলাকাবাসী।

এর আগে, গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে  কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পালের (৫০) বিরুদ্ধে। পরে বুধবার কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন,  যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণ এর ভাই নেপালের ঘর, যারা আগুন দিয়েছে  তারা বুঝতে পারে নাই কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।