ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৭:২৪:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীবিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় গিয়ে কমিশনের পক্ষ থেকে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে নারী অধিকার, সুরক্ষা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ১০ সদস্যের একটি নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নারী অধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য শিরিন পারভীন হক।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

মাহীন সুলতান, সিনিয়র ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট

সারা হোসেন, অবৈতনিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ফৌজিয়া করিম ফিরোজ, সভাপতি, জাতীয় মহিলা আইনজীবী সমিতি

কল্পনা আক্তার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন

ডা. হালিদা হানুম আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ

সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র

নিরুপা দেওয়ান, সাবেক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন

ফেরদৌসী সুলতানা, সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা, এশিয়ান উন্নয়ন ব্যাংক

নিশিতা জামান নিহা, শিক্ষার্থী প্রতিনিধি

কমিশনের প্রতিবেদনটিতে নারী অধিকার সংরক্ষণ, শ্রমজীবী নারীদের সুরক্ষা, রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ, আইনি সহায়তা প্রাপ্তি, যৌন সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর ন্যায্য সুযোগ সংক্রান্ত একাধিক প্রস্তাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটি পর্যালোচনা শেষে সরকার এ বিষয়ে কার্যকর নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।