ঝাঁজ কমেনি পেঁয়াজের, মাছের দামও বেশি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
রাজধানীতে ফিরেছে সাধারণ মানুষ। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। কিন্তু বাজারে ক্রেতা চোখে পড়ার মত নয়। সবজির দাম পড়তির দিকে। তবে ঝাঁজ কমেনি পেঁয়াজের, মাছের দামও বেশি।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,শাক-সবজির দাম কমতির দিকে। প্রায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচামরিচসহ সবজির দাম চড়া ছিল। এখন সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
প্রতি কেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৩০, পটল ৪০, শসা ৪০, পেঁপে ২০, মিষ্টি কুমড়া ৩০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাড্ডা গুদারাঘাট বাজারে সবজি বিক্রেতা হামিম মিয়া বলেন, বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অল্প অল্প করে সবজি আসা শুরু হয়েছে। ফলে দামও কমতে শুরু করেছে। খাওয়ার লোক নেই।
অন্যান্য সবজির দাম কমলেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে মাছের সরবরাহ কম। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। প্রতি ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছও তুলনামূলক বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
