ইউএস ওপেনের শুরুতেই শীর্ষ বাছাইয়ের বিদায়
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১০ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:১৫ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
ইউএস ওপেন টেনিসের ইতিহাসে প্রথম নারী শীর্ষ বাছাই হিসেবে প্রথম ম্যাচ খেলেই বিদায় নিলেন রোমানিয়ার সিমোনা হালেপ। তিনি শিরোপা জেতার মিশনে এসেছিলেন, কিন্তু বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে সোমবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে কিছুই করতে পারেন নি হালেপ। ৪৪তম বাছাই এস্তানিয়ার কাইয়া কানেপির ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দেন তাকে।
অবশ্য এভাবে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়াটা তার জন্য নতুন নয়। গত বছরও ইউএস ওপেনে নিজের প্রথম ম্যাচে মারিয়া শারাপোভার কাছে হেরে বিদায় নিয়েছিলেন এই রোমানিয়ান।
১৯৬৮ সালে পেশাদার যুগে প্রবেশের পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কোনো নারী শীর্ষ বাছাই এবারই প্রথম বিদায় হল। ২৬ বছর বয়সী হালেপ পরাজয়ের হতাশা নিয়ে কোর্ট ছাড়েন।
চলতি বছর ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন হালেপ। হারের পর হালেপ বলেন, কোনও কোনও দিন কোন ও কিছুই ঠিক হয় না। হতাশার বিদায়ে পর টুইটারে হালেপ লিখলেন, তুমি যদি হার থেকে শিক্ষা নাও, তাহলে আসল তুমি হারোনি। আমি শিখতে থাকব, হাসতে থাকব, ফিরে আসব।
