এশিয়ান গেমসে ভারতীয় নারীদের রুপো জয়
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:০২ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
এশিয়ান গেমসে ব্যাডমিন্টন ও তিরন্দাজিতে ভারতীয় নারীরা রুপো জয় করেছে। আজ মঙ্গলবার ব্যাডমিন্টনের ফাইনালে দুনিয়ার এক নম্বর চাইনিজ তাইপের তাই জু ইয়াংয়ের কাছে ফাইনালে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় সিন্ধুকে।
১৩-২১, ১৬-২১ তে সিন্ধু তাইপের কাছে হেরে যান। হারলেও অলিম্পিকের মত এশিয়ান গেমসে ভারতের প্রথম শাটলার হিসেবে সিন্ধু রুপো জিতেন।
দিনের অন্য খেলায় মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজির ফাইনালে ভারত ২২৮-২৩১ পয়েন্টের সামান্য ব্যবধানে হারে দক্ষিণ কোরিয়ার কাছে। ফলে রুপো জিতে ভারত।
এই রুপো জয়ের সঙ্গে চলতি এশিয়াডে তিরন্দাজিতে পদকের খরা কাটাল ভারত। জ্যোতি সুরেখা ভেননাম, মধুমিতা কুমারী, মুসকান কিরার, ত্রিশা দেবদের হাত ধরে দলগত কম্পাউন্ড বিভাগে পদক জিতে ভারত।
