ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৫:২৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিল্পাচার্যের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন আর নেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পাচার্যের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাহানারা আবেদিন ও জয়নুল আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘ বিবাহিত জীবনে তিনি ছিলেন শিল্পাচার্যের ঘনিষ্ঠ সহচর ও নির্ভরযোগ্য সহায়ক। ১৯৭৬ সালে জয়নুল আবেদিনের মৃত্যুর পর একা হাতে আগলে রেখেছেন পরিবার ও তার স্মৃতিবিজড়িত ঘর।

প্রায় ৪৯ বছর একা জীবনযাপন করে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস, যেখানে জয়নুল আবেদিনের শিল্পচর্চা, শিক্ষায় অবদান এবং চারুকলা আন্দোলনের গল্প রয়ে গেছে জীবন্ত সাক্ষী হিসেবে।

তাদের তিন সন্তান ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিন বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে জাহানারা আবেদিন রেখে গেছেন এই তিন সন্তানসহ বৃহত্তর এক পরিবার।

জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পশিক্ষার পথিকৃৎ হিসেবে চারুকলা অনুষদের প্রতিষ্ঠা, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরসহ শিল্প ও সংস্কৃতির বিকাশে যে ভূমিকা রেখেছেন, তার পেছনে জাহানারা আবেদিনের ছিল নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি। শিল্পাচার্যের ঘরে শিল্পী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের অবাধ যাতায়াত ছিল, আর সেই ঘরের আস্ত কাঠামো সামলে রাখতেন জাহানারা আবেদিন।

তার মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক মূল্যবান অধ্যায়ের সমাপ্তি ঘটল, বলে মনে করছেন অনেকেই।