জামিন পেলেন ফারিয়া মাহজাবিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:১৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে র্যাবের হাতে গ্রেফতার ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী এ আদেশ দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফারিয়া মাহজাবিন জামিনের আবেদন করলে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।
ঢাকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পশ্চিম ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের নিজ বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে গ্রেফতার করে র্যাব-২। পরের দিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারিয়া মাহজাবিন শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেছেন। ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট ছবি পোস্ট করে গুজব ছড়িয়েছেন।
এসব অভিযোগে তার বিরুদ্ধে রাজধানী হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
