ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:২০:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জারি করা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বনশ্রীর স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারীর আইনজীবী জানান, ডিএনসিসি মেরাদিয়া এলাকাকে খালি দেখিয়ে হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করে, যা সত্য নয়। হাটের জায়গাটি আবাসিক এলাকার মধ্যে হওয়ায় অতীতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় এই রিটটি করা হয়, যা হাইকোর্ট আমলে নিয়েছেন।