ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৯:০২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতীয় ভোটার হয়েও পরিবার রেখে পাকিস্তান চলে যেতে হচ্ছে সারদাকে!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোটার আইডি কার্ড থাকার পরও ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে সারদা বাই নামে ওডিশার এক নারীর। কারণ, জন্মসূত্রে পাকিস্তানি তিনি। 
জানা গেছে, বিগত ৩৫ বছর ধরে ভারতে বসবাস করছেন এ নারী। বিয়ে করেছেন ওডিশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজাকে; আছে দুই সন্তান আর নাতি-পুতিও। কিন্তু, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনার বলি হতে হচ্ছে তাকে। যত দ্রুত সম্ভব তাকে ভারত ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ওডিশা পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 
প্রতিবেদন অনুযায়ী, এত বছর ধরে ভারতে থাকায় ভোটার আইডি কার্ডও রয়েছে সারদার। কিন্তু, জন্মসূত্রে পাকিস্তানি হওয়ায় ভারত সরকার কখনোই নাগরিকত্ব দেয়নি তাকে। এরই মধ্যে সারদার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে ব্যর্থ হন সারদা, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

সারদা বাই জানান, পাকিস্তানে তার কেউ নেই। পরিবারের কাছ থেকে আলাদা না করতে ভারত সরকারের কাছে মিনতি জানিয়েছেন সারদা। 

করজোড়ে তিনি ভারত সরকারের উদ্দেশে বলেছেন, পাকিস্তানে আমার কোনো আত্মীয় নেই। ৩০ বছর আগে ভারতে এসেছি এবং ভারতকেই নিজের দেশ বলে জানি। এমনকি আমার পাসপোর্টটাও খুবই পুরোনো। ভারত সরকারের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার পরিবারের কাছ থেকে আলাদা করবেন না। আমার দুই সন্তান আছে, নাতি–পুতি আছে। আমি এখানে তাদের সঙ্গে থাকতে চাই।
তার এমন অসহায় আকুতিতেও মন গলেনি প্রশাসনের। ওডিশা পুলিশ জানিয়েছে, সারদা যদি ভারত না ছাড়েন তাহলে আইনি পদক্ষেপ নেবে তারা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকশ ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি, যার মধ্যে একটি হলো ভারতে অবস্থানরত সব পাকিস্তানির ভিসা বাতিল।