‘খুব অস্বাস্থ্যকর’ রাজধানী ঢাকার বাতাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৯ এএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার
ফাইল ছবি।
ক্রমশ রাজধানী ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলে যাচ্ছে বিপদজনক অবস্থায়ি। গত কয়েক দিন একটানা ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আজ সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ২০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
এদিকে ২৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কুয়েত সিটি কুয়েত। এছাড়া ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ১৫৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণঢাকা
জাতীয় থেকে আরও পড়ুন
দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
অনলাইন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৬ এএম
Image not found
রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৪ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। যা দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
সকালের দিকে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এই তথ্য দিয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম একং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৩২।
একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোর মানেই ‘অস্বাস্থ্যকর’। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় সাধারণ মানুষের জন্যও। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই বায়ু খুবই ক্ষতিকর।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এই মাত্রার বায়ুদূষণ শহরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যহানির কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নিয়ন্ত্রণহীন দূষণই ঢাকার বাতাসকে প্রতিদিন বিপজ্জনক করে তুলছে। এ অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর বাইরে সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
