ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:২০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুরুষকে দুই নারীর চাবুকপেটা, জানা গেল ছড়িয়ে পড়া ভিডিওর রহস্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একজন পুরুষকে অবরুদ্ধ করে দুই নারী মিলে চাবুক মারছেন, নানাভাবে আঘাত করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এর রহস্য উন্মোচন করেছে।
 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।