ঢাবির ৫১তম সমাবর্তন আবেদনের শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর শনিবার। এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার রাত ১২টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া লিঙ্কে গিয়ে (http://convocation.du.ac.bd) এ আবেদন করা যাবে।
এবারে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ. লেমাহ গবায়েই।
সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।
