ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই বোনের লড়াইয়ে ম্যাচ সেরা সেরেনা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০২:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

সেরেনা ও ভেনাস

সেরেনা ও ভেনাস

দুই বোনের লড়াইয়ে আবারও জয় পেলেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেন টেনিসে নারী এককের তৃতীয় রাউন্ডে  বড় বোন ভেনাস উইলিয়ামসকে পরাজিত করেন তিনি।

 


টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা সরাসরি সেটে হারিয়েছেন ভেনাসকে। দুজনের ৩০তম সাক্ষাতে ছোট বোন জয় পেয়েছেন ৬-১ ও ৬-২ গেমে। এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন মার্কিন এই খেলোয়াড়। শেষ ষোলোতে তিনি খেলবেন সিমানো হালেপকে হারিয়ে চমকে দেওয়া এস্তোনিয়ার ৩৩ বছরের কাইয়া কানেপির সঙ্গে। কানেপির বিপক্ষে আজ রাতে মাঠে নামবেন সেরেনা।



শক্তির বিচারে ভেনাসের চেয়ে এগিয়েই ছিলেন সেরেনা। তবে এবারের আসরের বাছাইয়ে খুব বেশি পার্থক্য ছিলনা তাদের। ভেনাস ছিলেন ১৬তম বাছাই। সেরেনা ছিলেন ১৭তম বাছাই। কিন্তু এসব পরিসংখ্যান আমলে নেননি সেরেনা। কোর্টে লড়াই করার সুযোগই দেননি ভেনাসকে। ৬-১ ও ৬-২ গেমে জয় তুলে শেষ ষোলর টিকিট কাটেন সেরেনা। ম্যাচটি স্থায়ী ছিল ৭২ মিনিট।

 


২০ বছর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু উইলিয়ামস বোনদের দ্বৈরথ। বড় বোন ভেনাস শুরুতে এগিয়ে থাকলেও পরে তাকে ছাড়িয়ে যান ছোট সেরেনা। ৩০বার একে অপরের বিপক্ষে লড়লেন উইলিয়ামস বোনেরা। ১৮ জয়ে বড় বোনের থেকে এগিয়ে থাকলেন সেরেনা। ভেনাস পেয়েছেন ১২ ম্যাচে জয়। গ্র্যান্ড স্লামে ১৫ লড়াইয়ে এখন ১১ জয় নিয়ে এগিয়ে সেরেনা। 




ম্যাচ শেষে সেরেনা বলেছেন, মা হয়ে কোর্টে ফেরার পর এটাই আমার সেরা ম্যাচ।  ভেনাসের বিপক্ষে জয় পেলে খুব বেশি আনন্দিত হই না। যাই হোক, আশা করছি, টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও জিততে পারব।



হারের পর ভেনাসের মন্তব্য, আমরা দুজনই পেশাদার খেলোয়াড়। জয় পেতেই আমরা কোর্টে নেমেছিলাম। এ ম্যাচ সেরেনা জিতেছে। ওকে অভিনন্দন।