ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৫:২৩:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবারের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৬ মে ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছে দেশবাসী। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী,ঈদুল আজহার ছুটির ধারাবাহিকতা রক্ষায় আগামী ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে ।

সরকারি ছুটির এই রদবদল করে মোট ১০ দিনের দীর্ঘ ছুটি নিশ্চিত করা হয়েছে, যাতে ঈদের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ।

বৈঠকের অন্যান্য সিদ্ধান্ত:বৈঠকে “সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫”-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।আলোচনা হয়েছে দেশের চলমান রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে।

বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, কয়েক বছর পর এবারই প্রথম ঈদে এত দীর্ঘ ছুটির ঘোষণা এলো, যা সাধারণ মানুষের পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।